চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর (নতুন ব্রিজ) চাক্তাই অংশে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। রাত সাড়ে ১১টার দিকে ইট বোঝাই একটি ট্রাক (চট্টমোট্রো-ট ১১-১০৪৭) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি হোটেলের ভেতরে ঢুকে পড়ে।
এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হকার, ফল বিক্রেতা ও সাধারণ পথচারীরা ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই বিকাশ চৌধুরী (২৪) নামে এক বাসের হেলপার নিহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- এখলাছুর রহমান (৬০), চন্দনাইশ বরকল; মো. নিজাম (২৩), কক্সবাজার; মো. রফিক (৪০), বিজয় নগর; মো. মতিয়ার (৪৫), পাঁচলাইশ ষোলশহর; কাঞ্চন মোল্লা (৪৫), চাঁদপুর, ফরিদগঞ্জ।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, ট্রাকটি হোটেলের ভেতরে সম্পূর্ণভাবে ঢুকে পড়েছিল এবং তারা ঘটনাস্থল থেকে একজনকে মৃত এবং ১ জনকে জীবিত উদ্ধার করেন। রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় ১৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়, যার মধ্যে একজন মারা গেছেন এবং ১৬ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ফুটপাতে কয়েকজন ফল বিক্রেতা, দুটি সিএনজি ও মাছের গাড়ি ছিল। তাদের মধ্য থেকে ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন।
বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে এবং আরও হতাহতের সম্ভাবনা রয়েছে।