হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীর উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ করে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে এলাকার জনসাধারণ।
শনিবার (২ এপ্রিল) সকালে হাটহাজারী নাজিরহাট মহাসড়কে চারিয়া সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া বুড়িপুকুর এলাকায় আয়োজিত এই মানববন্ধন থেকে দুর্ঘটনা প্রতিরোধে সড়কটি তিন লেইন থেকে চার লেইনে উন্নিত করন, অবিলম্বে ডিভাইডার স্হাপন, বেপরোয়াভাবে গাড়ি পরিচালনাকারী চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সচেতনামূলক সভা, বৈধ কাগজপত্রবিহীন গাড়ি চালকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা করাসহ নানা প্রস্তাবনা প্রদান করেন বক্তারা।
সমাজকর্মী নুরু চ্ছাফার সভাপতিত্বে ও মো. মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ দৌলত, ডা. আবদুর রহিম, মো. আজম, হাজী আজিম উদ্দিন টিটু, আবু সায়েদ, জাফরুল আলম, মোা. আবছার, মো. সাহাবুদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, এই মহাসড়কে দুর্ঘটনা নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর দুর্ঘটনায় মূল্যবান প্রাণহানী ও পঙ্গুত্বের হার বৃদ্ধি পাচ্ছে। এই বিষয় বিবেচনা করে অবিলম্বে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।