আনোয়ারা প্রতিনিধি »
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে চট্টগ্রামের উন্নয়নে রোডম্যাপ তৈরি করব। ইউপি সদস্যরা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানসহ নানা সামাজিক কর্মকাণ্ড করেন। কিন্তু তাদের বেতন-ভাতা খুবই কম। আমি নির্বাচিত হলে সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি করতে চেষ্টা চালাব।
তিনি আরও বলেন, আনোয়ারার মানুষের আতিথেয়তা আমাকে বরাবরই মুগ্ধ করে। সাগর নদী বেষ্টিত এই জনপদের অপার সৌন্দর্য আমাকে বিমোহিত করে। দেশের গৌরব, আনোয়ারার গৌরব আখতারুজ্জামান চৌধুরী এই জনপদেরই কৃতি সন্তান। বর্তমানে তার সুযোগ্য সন্তান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রাজনীতিতে যথেষ্ট দক্ষতা এবং সুনামের সহিত জায়গা করে নিয়েছেন। তাঁরই এলাকা আনোয়ারার ইউপি চেয়ারম্যান-সদস্যদের সাথে আমার আজকের এই মতবিনিময় সভা। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এটিএম পেয়ারল ইসলামের সমর্থনে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে মতবিনিময় সভা শুক্রবার দুপুরে পারকী সৈকতের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ মালেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এসময় বক্তব্য রাখেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হোক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, জেলা পরিষদ সদস্য প্রার্থী এসএম আলমগীর চৌধুরী, মহিলা সদস্য প্রার্থী দিলোয়ারা বেগম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, রাউজান উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, এমএ কাইয়ুম শাহ, আমিন শরিফ, মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, কলিম উদ্দিন, আজিজুল হোক চৌধুরী বাবুল, মাস্টার ইদ্রীস, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।