ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

নিষিদ্ধ হয়েও নায়ক সাকিব

বাংলাধারা স্পোর্টস  »

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে অবিশ্বাস্য আচরণ করে ফের আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারা, স্টাম্প আছাড় দেওয়া, এমনকি আম্পায়ারদের সঙ্গেও তর্কে জড়িয়ে যান সাকিব। তবে, ম্যাচটি শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভুলের জন্য টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

কিন্তু ভদ্র লোকের খেলা ক্রিকেটে এমন অশোভন আচরণ শাস্তির আওতায় পড়ে। সেজন্য সাকিবকে মাঠের বাহিরে থাকতে হবে ৪ ম্যাচ।

সাকিবের এমন কান্ডে শুধু যে দেশেই তাঁকে ঘিরে আলোচনা হচ্ছে এমনটা নয়। বাইরের মিডিয়ারও নজরে এসেছে বিষয়টি। এতে অধিকাংশ মানুষই সাকিবের বিরুদ্ধে ক্ষিপ্ত থাকলেও বরাবরের মতো সাকিবের হয়েই কথা বললেন তাঁরই সহধর্মিণী উম্মে আহমেদ শিশির। ক্রিকেট মাঠে সাকিবের অমন আগ্রাসী মনোভাব বেশ উপভোগ করেছেন সাকিবপত্নী। সেইসঙ্গে সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্রে আভাস পাচ্ছেন বলে জানিয়েছেন শিশির।

শুক্রবার রাতে নিজের ফেসবুক পাতায় সাকিবপত্নী লিখেছেন, ‘পুরো বিষয়টি আমিও খুব উপভোগ করছি। অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেল। যারা আজকের ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ। অন্তত কোনো একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।’

শিশির লিখেন, আমার কাছে মনে হয়, এটা সাকিবের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, যা দীর্ঘসময় ধরে চলে আসছে, যাতে যেকোনো পরিস্থিতিতে তাকে খলনায়ক বানানো যায়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন