৭ ডিসেম্বর ২০২৫

নিষেধাজ্ঞার আগে ইলিশের বাজারে আগুন, দিশেহারা ক্রেতারা

আসছে ৪ অক্টোবর থেকে সারা দেশে শুরু হচ্ছে ইলিশ আহরণ ও বিপণনে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা। এর আগেই রাজধানীর বাজারে ইলিশের দামে লেগেছে আগুন।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের ইলিশের দাম কেজিতে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজি ২৩০০ থেকে ২৪০০ টাকায়, মাঝারি ইলিশ ১৬০০ থেকে ২০০০ টাকায় আর ছোট ইলিশ মিলছে ৬০০ থেকে ১১০০ টাকায়।

ভোক্তাদের অভিযোগ, ভরা মৌসুমেও দাম নিয়ন্ত্রণে নেই। সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ। ক্রেতা মো. আরাফাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাজারে বড় ইলিশ পাওয়া যায় না, জাটকাই বেশি। তাও দামের কারণে গরিব মানুষের এক কেজি ইলিশ কেনাই কঠিন।”

অন্যদিকে মাছ ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞার আগে ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় দামও স্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। তবে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন