ksrm-ads

১৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

নিষেধাজ্ঞা অমান্য করে হালদায় চলাচল, দুই নৌকার ইঞ্জিন ধ্বংস

বাংলাধারা প্রতিবেদন »

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মার্চ থেকে জুলাই পর্যন্ত ইঞ্জিনচালিত নৌযান চলাচল ও বালি উত্তোলন নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে হালদায় চলাচল করায় দুইটি নৌকার ইঞ্জিন ধ্বংস করেছে হাটহাজারী উপজেলা প্রসাশন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ মে) হালদা নদীর ছত্তারঘাট সংলগ্ন এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা এ অভিযান পরিচালনা করেন।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল অমিন বলেন, ইঞ্জিনচালিত নৌকা দুটি বালি নিয়ে ছত্তারঘাটের কাছে এসেছিল। দুটি নৌকারই ইঞ্জিন পুড়িয়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে হালদায় চলাচল করায় গত কয়েক মাসে মোট ১৪টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, হালদার মা-মাছ বাঁচাতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন