কলাপাড়ার রজপাড়া গ্রামে কনটেন্ট ক্রিয়েটর নূরউজ্জামান কাফির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ আগুন লাগে, যা মুহূর্তের মধ্যেই পুরো বাড়িকে গ্রাস করে নেয়।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন জানান, রাতেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। পাশের গোয়াল ঘরটিও রক্ষা করা সম্ভব হয়েছে, এবং প্রাণহানির ঘটনা ঘটেনি।
তবে পরিবারের সদস্যদের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হামলা। কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, ‘আমাদের প্রাণে মারার জন্যই দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে। জানালার বাহির থেকে ছিটকানি লাগানো ছিল, তাই বের হতে কষ্ট হয়েছে। আমরা কোনো কিছুই রক্ষা করতে পারিনি।’
প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরানও মনে করেন, এটি পূর্বপরিকল্পিত ঘটনা। তার ভাষায়, ‘আমরা আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেই এবং নিজেরাও নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন লাগার ধরন সন্দেহজনক। সবাই প্রাণে বেঁচেছে, সেটাই সবচেয়ে বড় পাওয়া।’
নূরউজ্জামান কাফি একজন কনটেন্ট ক্রিয়েটর, যিনি বিভিন্ন সামাজিক ইস্যুতে কথা বলে আলোচনায় এসেছেন। তাঁর জনপ্রিয়তা ও কনটেন্টের বিষয়বস্তু কোনোভাবে কারও বিরাগভাজন হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত করার আশ্বাস দিয়েছে।
এখন প্রশ্ন উঠছে—এটি নিছক দুর্ঘটনা, নাকি নূরউজ্জামান কাফিকে লক্ষ্য করেই পরিকল্পিত হামলা? তদন্তের মাধ্যমে সত্য উন্মোচিত হবে বলে আশা করছেন এলাকাবাসী।