ksrm-ads

১৩ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বাংলাধারা ডেস্ক »

ব্রাজিলের জনপ্রিয় ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন এক নারী।

সাও পাওলোর পুলিশ বলছে, যৌন হয়রানির ঘটনাটি ঘটেছিল একটি হোটেলে যখন নেইমারের দল পিএসজির খেলোয়াড়েরা প্যারিসের ওই হোটেলে অবস্থান করছিলেন।

তবে, এখন পর্যন্ত নেইমার কিংবা তার কোনো প্রতিনিধির কাছ থেকে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নেইমার এখন ব্রাজিলে কোপা আমেরিকার জন্য গঠিত দেশটির জাতীয় দলের সাথে প্রশিক্ষণে রয়েছেন।

অভিযোগকারী নারীর নাম প্রকাশ না করলেও পুলিশ জানিয়েছে, ওই নারীর সাথে নেইমারের পরিচয় হয়েছিল ইন্সটগ্রামে। পরে নেইমার ওই নারীকে প্যারিসে তার সাথে দেখা করার প্রস্তাব দেন।

নেইমার ওই নারীকে ব্রাজিল থেকে প্যারিসে আসার জন্য একটি বিমান টিকেট পাঠান এবং প্যারিসের ওই হোটেলে তার জন্য রুম রিজার্ভেশন নিশ্চিত করেন।

ওই নারীর অভিযোগ, গত ১৫ই মে নেইমার যখন হোটেলে ফিরেন তখন তিনি ‘আপাতদৃষ্টিতে মাতাল’ ছিলেন। মাতাল অবস্থায় তিনি নারীর শ্লীলতাহানী ঘটান বলে অভিযোগ করেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ