চন্দনাইশ প্রতিনিধি »
কেন্দ্রীয় আওয়ামী লীগের সমাজ-কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় আসা যায় না। দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি-জামায়াতসহ একটি গোষ্ঠী উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ অপশক্তিকে প্রতিহত করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, নির্বাচনে না এসে ক্ষমতায় আসতে পারে না। সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয়। বঙ্গবন্ধুর হাতেগড়া সংগঠন আথলীগের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিধায় বিএনপি জামায়াত নির্বাচনকে ভয় পাচ্ছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ দোহাজারী চত্বরে সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা যথাক্রমে কায়সার উদ্দিন চৌধুরী, আবদুল মালেক রানা, মাহাবুর রহমান চৌধুরী, এড. নজরুল ইসলাম, উৎপল রক্ষিত, তৌহিদুল আলম, নবাব আলী, চেয়ারম্যান যথাক্রমে, আবদুর রহিম চৌধুরী, আবদুর শুক্কুর, খোরশেদ আলম টিটু, আবদুল আলীম, এড. খোরশেদ বিন ইসহাক, আথলীগ নেতা মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, মো. ইদ্রিছ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, যুবলীগ নেতা যথাক্রমে আজিজুর রহমার আরজু, লোকমান হাকিম, নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ। তাছাড়া প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।