১২ জুলাই ২০২৫

নৌকার বদিউল আলম সীতাকুণ্ডের নতুন মেয়র

বাংলাধারা প্রতিবেদন  »

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত বদিউল আলম।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার বুলবুল আহমেদ।

তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদিউল আলম নৌকা প্রতীকে ১০ হাজার ৮২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭২ ভোট।

জানা গেছে, সীতাকুণ্ড পৌরসভায় মােট ভােটার সংখ্যা ৩৪ হাজার ৮১৩ জন। এরমধ্যে পুরুষ ভােটার ১৭ হাজার ৮২৭ জন ও মহিলা ভােটার ১৬ হাজার ৯৮৬ জন।

৯টি ওয়ার্ডে ভােট কেন্দ্রের সংখ্যা ১৭টি। 

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন