দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রার্থী বীর বাহাদুর উশৈসিংকে জয়ের লক্ষ্যে রুমা উপজেলা পাইন্দুতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রুমা পাইন্দু ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এই বৈঠক হয়।
এসময় পাইন্দু ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা সভাপতিত্বে সুশীল সমাজের এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
পাইন্দু চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্রার্থী বীর বাহাদুর ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না। এলাকার উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। দলমত নির্র্বিশেষে এলাকার স্বার্থে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিজয়ে কাজ করতে হবে।
এরই মধ্যে নৌকার বিজয়ের লক্ষ্যে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। বিপুল ভোটে নৌকার বিজয়ের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা সহ নিয়োমিত উঠান বৈঠক করে যাচ্ছেন।