ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

পটিয়ায় ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের মেম্বার ও তার সহযোগী আটক

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় কুসুমপুরা ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুই জনকে ১৫০০ পিস ইয়াবা সহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল।

আটককৃতরা হলেন- কুসুমপুরা ইউনিয়নের সাত নং ওয়াডের মৃত হাবিবুর রহমানের ছেলে নেজাম উদ্দিন(৫২) প্রকাশ নেজাম মেম্বার ও কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী ক্যাম্পের মৃত আজিজুর রহমানের ছেলে হামিদ হোসেন (২৮)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে এগারোটার দিকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১৫০০ পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ জোনের সহকারী উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ইয়াবা ব্যাবসায়ী নেজাম উদ্দিন প্রকাশ নেজাম মেম্বার দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যাবসা করে আসছে। এলাকার লোকজন ভয়ে কেউ মুখ খুলত না। এক সময় সে ডেইরি ফার্ম করার সুযোগে গরু আনতে মায়ানমার আসা যাওয়া করতো সেই সুযোগে তখন থেকেই ইয়াবার ব্যাবসা শুরু করে।

তিনি বলেন, তাকে হাতে নাতে ধরার জন্য আমরা অনেক কৌশল অবলম্বন করে ও তাকে ধরতে সক্ষম হয়নি। এবার কিন্তু আমরা অন্য কৌশলগত পরিকল্পনার কারণে তাকে এবং মায়ানমারের এক নাগরিককে ইয়াবাসহ আটক করতে সক্ষম হই। তাদের গ্রেফতার করে মাদক আইনে নিয়মিত মামলা রজু করে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন