পটিয়া প্রতিনিধি »
পটিয়ার জিরি ইউনিয়নে এলজিইডির বাস্তবায়নে ৫৪ কোটি টাকা ব্যয়ে ৩৯০ মিটার দৈর্ঘ কৈয়গ্রাম সেতুর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পটিয়ার সংসদ সদস্য হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।
পরির্দশনের সময় তিনি সাংবাদিকদের জানান, শেখ হাসিনার অবদান আজকে এ অঞ্চলে বৃহৎ এ সেতু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আজ গ্রামে-গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
তিনি আরোও জানান, শিকলবাহা খালের উপর কৈয়গ্রাম সেতু বর্তমান সরকারের উন্নয়নের একটি দৃষ্টান্ত। দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে সরকার বদ্ধ পরিকর। এ সেতুটি পটিয়ার আমজুর হাট হতে উজিরপুর বঙ্গবন্ধু সড়ক হয়ে বড়লিয়া, আশিয়া, কাশিয়াইশ ও জিরি ইউনিয়নের মধ্য দিয়ে কৈয়গ্রাম সেতু হয়ে কর্ণফুলী টানেলের সাথে সংযুক্ত হবে।
এ সেতুর নির্মান ব্যায় ৫৪ কোটি টাকা। এছাড়া জায়গার ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান সংসদ সদস্যের উন্নয়ন সমন্বয়কারী ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ। সেতুর উন্নয়ন কাজ পরিদর্শনের পাশাপাশি হুইপ সামশুল হক চৌধুরী এমপি এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় করেন ।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এজাজ চৌধুরী, উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, উপ-সহকারী প্রকৌশলী শংকর নন্দী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল্লাহ আল হারুন, যুবলীগ নেতা শাহ আজিজ, মামুন মেম্বার প্রমুখ।
বাংলাধারা/এফএস/এমআর