পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শিরা জানান, সোমবার রাত সাড়ে দশটার দিকে পটিয়ার আমজুর হাট এলাকায় চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেল করে দুই জন আরোহীকে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে বাইক আরোহী দুই জন নিহত হয়েছে। নিহত দুই জন সম্পর্কে শালা-দুলাভাই।
পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্ব রত ডাক্তার সৌমেন বড়ুয়া জানান, রাত সাড়ে দশটার দিকে সড়ক দুর্ঘটনায় গুরতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাদের দেখার পর মৃত ঘোষণা করা হয়। ধারনা করা হচ্ছে ওরা ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত দুই জন হলেন কাগজিপাড়ার জহির আহমেদের পুত্র রফিকুল ইসলাম আরজু (২৫) ও সুচক্রদন্ডীর মৃত আবদুল খালেকের পুত্র মোঃ শাহজাহান (৪২)।
নিহত রফিকুল ইসলামের বাড়ি কাগজিপাড়া, সে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাকের অফিসার এবং শাহজাহান তার দুলা ভাই। শাহজাহান মোটরসাইকেলে করে তার শালাকে চট্টগ্রাম রেল স্টেশনে পৌছে দিচ্ছিল। ঘাতক ট্রাকটির ড্রাইভার পলাতক। ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর