১৫ জুলাই ২০২৫

পটিয়ায় প্রবাসী খুনের ঘটনায় ২ জন গ্রেফতার

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়ায় জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হওয়া আমেরিকা প্রবাসী মো. বেলাল উদ্দিনের (৪০) দুই খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল- উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকার আবদুল আলিমের পুত্র সন্ত্রাসী আবদুর রউফ ওরফে ভুট্টো (৫২) ও তার সহযোগী সাতকানিয়া উপজেলার সামশুল কবিরের পুত্র মো. মহিউদ্দিন (৫০)।

আবদুর রউফ ওরফে সন্ত্রাসী ভুট্টোর বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, খুন, চাঁদাবাজি, জায়গা দখল, চুরি, নানা ধরনের প্রতারণাসহ অধিক মামলা রয়েছে। গত ৬ জুন আমেরিকা প্রবাসীর একটি বিরোধীয় জায়গা নিয়ে সন্ত্রাসী ভুট্টো ও তার সহযোগী মহিউদ্দিনের নেতৃত্বে মারামারির ঘটনা ঘটে। ঘটনার ৬ দিন প্রবাসী মো. বেলাল মারা যায়।

জানা যায়, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকার সন্ত্রাসী আবদুর রউফ ভুট্টোর সঙ্গে পাশ্ববর্তী আমেরিকা প্রবাসী মো. বেলালের জায়গা নিয়ে বিরোধ রয়েছে। গত ৬ জুন দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে প্রবাসী বেলাল গুরুতর আহত হয়। ঘটনার ৬ দিন পর আহত বেলালের অবস্থা অবনতি হলে তাকে পুনরায় চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে সীতাকুণ্ড ফৌজদারহাট হাসপাতালে নিয়ে গেলে বেলাল উদ্দিনের মৃত্যু হয়।

প্রবাসীর বেলাল উদ্দিনের স্ত্রী বৃষ্টি আকতার বাদী হয়ে সন্ত্রাসী ভুট্টোসহ ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা রেকর্ড করে। পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হাকিমের তথ্যে অভিযান চালিয়ে পুলিশ দুই খুনিকে গ্রেফতার করেন।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, আমেরিকা প্রবাসী খুনের ঘটনায় ভুট্টো ও তার সহযোগী মহিউদ্দিন বেশকিছু দিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পটিয়া থানা পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন