ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

পটিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়া উপজেলার লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন হুইপ শামসুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে উপজেলা ভাটিখাইন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত রাস্তা ও প্রস্তাবিত বেড়িবাঁধের জায়গা পরিদর্শন করেন হুইপ।

উদ্বোধনকালে হুইপ শামসুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের সরকার। সাধারণ মানুষ ও এলাকার উন্নয়নে শেখ হাসিনা বদ্ধপরিকর। সরকারের এসব উন্নয়ন সাধারণ মানুষের দৌড়গোড়াই পৌঁছাতে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়ন কাজ চলছে। তার ধারাবাহিকতায় পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। আগামীতে চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাক্তার তিমির বরণ চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, জেলা আ.লীগ নেতা বিজন চক্রবর্ত্তী, চেয়ারম্যান সরোজ সেন নান্টু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি রতন চক্রবর্ত্তীসহ প্রমুখ।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন