ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

পটিয়ায় বর-কনের পাল্টাপাল্টি মামলা

পটিয়া প্রতিনিধি »

পটিয়ায় নববধূ ও বর একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। এতে একে অপরকে প্রধান আসামিও করেছেন।

রোববার (৩০ জুন) স্বর্ণালংকার চুরির অভিযোগে নববধূ সাহানা আক্তারের বিরুদ্ধে মামলা করেন বর মো. এয়াকুব। তাতে কনের পিতা নুরুল ইসলাম, মা ফিরোজা খাতুন ও ভাই তসলিম উদ্দিনকে আসামি করা হয়।

জানা যায়, গত ১০ এপ্রিল বিয়ের ৩ দিন পর নববধূ বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পর যৌতুক দাবির অভিযোগে ৫ মে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নস্থ বর মো: এয়াকুবকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের খাদেম আলী সওদাগর বাড়ির বাসিন্দা মৃত জাফর আহমদের প্রবাসী পুত্র মোহাম্মদ এয়াকুবের সাথে তারই আপন মামাতো বোন কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের কন্যা সাহানা আক্তারের বিয়ে হয়।

গত ২২ মার্চ কাবিননামা সম্পাদনের পর ১০ এপ্রিল বড়উঠানে একটি কমিউনিটি সেন্টারে আক্‌দ ও প্রীতিভোজ অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর সামাজিকভাবে বরের হাতে কনে তুলে দেয়া হয়।

১০ এপ্রিল বিয়ের ৩ দিন পর বাবার বাড়িতে বেড়াতে যাবার পর থেকে সৃষ্ট সমস্যা সমাধানে বড়উঠান ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান দিদারুল আলমের মধ্যস্থতায় কয়েক দফায় সমঝোতার জন্য বৈঠকও অনুষ্ঠিত হয়। কিন্তু কনে শ্বশুর বাড়িতে ফিরতে রাজি না থাকায় সমঝোতা সম্ভব হয় নি।

৫ মে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে স্বামীকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন নববধূ সাহানা। মামলাটি পটিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুব্রত সরকার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে মামলায় উল্লিখিত যৌতুক দাবির সত্যতা মেলেনি এবং কনের অমতে বিয়ে দেয়া হয় বলে উল্লেখ করা হয়।

এদিকে কনে বাবার বাড়ি যাওয়ার সময় উপহারের স্বর্ণ ব্যতীত স্বামীর বড় বোনের ১০ ভরি স্বর্ণালংকার চুরি করার অভিযোগে গতকাল মামলা দায়ের করেন বর। আদালতের বিচারক বিশ্বেশ্বর সিংহ মামলাটি পটিয়া থানা ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য আদেশ দেন। বর পক্ষের আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কনে সাহানা আক্তারের সাথে কথা বলে জানা যায়, বিয়ের পর তার উপর যৌতুকের জন্য নির্যাতন করা হয়েছে। এ জন্য তিনি স্বামীর বাড়িতে ফিরতে রাজি নন এবং যৌতুক দাবির অভিযোগে মামলা দায়ের করেছেন।

এদিকে বর মোহাম্মদ এয়াকুব জানান, কোন ধরণের নির্যাতন বা যৌতুক দাবি নয়, চুরি হওয়া স্বর্ণ ফেরত না দিতেই তারা মিথ্যার আশ্রয় নিয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন