পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় মিনি বাসের দরজার সেইফটি পাইপ ভেঙে পড়ে চলন্ত বাসের চাকায় পৃষ্ট হয়ে ওই বাসের হেলপার নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পটিয়া বাসস্ট্যান্ড এলাকায় বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।নিহত হেলপারের নজম মো. আজাদ (১৫) পৌরসদরের ৫ নং ওয়ার্ড সবজারর পাড়ার সাইফুল ইসলাম টিপুর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, বুধবার রাতে চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা একটি মিনি বাস যাত্রী নিয়ে পটিয়া বাসস্ট্যান্ডের কিছু দুর আগে আনোয়ারা সড়কের মাথায় চলন্ত অবস্থায় হঠাৎ শব্দ শুনতে পেয়ে উপস্থিত স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে গুরতর আহত অবস্থায় পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এসময় বাসের ড্রাইভার লোকজনের ভিড়ের মধ্যে পালিয়ে যায় । তবে তার নাম সাগর বলে জানা গেছে। তার বাড়ি নিমতল। আর বাসটির মালিক কচুয়াই ইউনিয়নের মুরাদ বলে জানা গেছে। বাসটি জব্দ করে পটিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর