পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় রাস্তার পাশে পড়ে থাকা ল্যাগেজ থেকে পলিথিনে মোড়ানো এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্য এলাকায় শিশুটিকে হত্যা করে লাগেজে ভরে গাড়িতে করে এনে এ এলাকায় কেউ ফেলে গেছে বলে ধারণা করছে স্থানীরা ।
শনিবার (১ জুন) বিকাল পৌনে ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাটের পূর্ব পাশে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থনীয়রা পটিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজেটি খুলে দেখতে পান পলিথিনে মোড়ানো একটি ১১ – ১২ মাসের শিশুর লাশ। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, লাশটি শনাক্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রির্পোট আসলে আমরা আইনানুগ ব্যাবস্থা নিতে পারব।
বাংলাধারা/এফএস/এমআর