পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপ্রতি জে.বি.এম. হাসান। বুধবার (১৪আগস্ট) সকালে পটিয়ার এয়াকুবদন্ডী উচ্চ বিদ্যালয়ে বিচারপ্রতি এই ডিজিটাল ল্যাবটি উদ্বোধন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পটিয়া থানার ওসি বোরহান উদ্দীন, দৈনিক ইত্তেফাকের চট্টগ্রামের ব্যুরো প্রধান সালাউদ্দীন রেজা, বৈশাখী টিলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মহসিন চৌধুরী, এয়াকুবদন্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতুর্জা কামাল মুন্সি, স্কুলের প্রধান শিক্ষক পার্থ সারথী সাহা,অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সামশুল আলম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান শামসুদ্দীন আহমদ, স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মামুনসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা।
ল্যাব উদ্বোধন শেষে বিচারপ্রতি জে.বি.এম. হাসান স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম এ.এফ.এম. শামসুদ্দীন স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি