পটিয়া প্রতিনিধি »
পটিয়া বাইপাস সড়কে দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নিতাই সর্দার (৩০)। সে পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত উপেন্দ্র সর্দারের পুত্র।
রবিবার (২জুন) দুপুর দুইটার দিকে বাইপাসের ভাটিখাইন স্পটে এই ঘটনা ঘটেছে। নিহত নিতাই সর্দার মোটরসাইকেল (চট্টমেট্রো হ-১২-৫৫৪৩) নিয়ে বাড়ি ফেরার পথে একটি হাইস গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান।
এদিকে, উদ্বোধনের আগেই একের পর এক সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নতুন বাইপাস সড়কটি বন্ধ রাখতে পটিয়া ট্রাফিক বিভাগকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন।
কিন্তু ঈদের আগে পটিয়া সদরে যানজট কমাতে বাইপাস সড়কটি চালুর কথা বলেছেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।
ট্রাফিকের টিআই (পটিয়া) মো: বশিরুল ইসলাম জানান, পটিয়া বাইপাস সড়কটি এখনো চালু করা হয়নি। তবে কিছু কিছু গাড়ি চলছে। হাইসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ধুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর