ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

পটিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ এর শুভ উদ্বোধন করা হয়।

জানা গেছে, পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার শিশুদের ৪ অক্টোবর হতে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ১৭ অক্টোবর বিশেষ কর্মসূচির মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করতে স্বেচ্ছাসেবকদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাক্তার তিমির বরণ চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাবেদ, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ, পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, ডাক্তার তানভির, ডাক্তার আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিজোয়ান সিদ্দিকী প্রমুখ।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন