চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজে হরেক রকমের পিঠা ও বিচিত্র নামের স্টল নিয়ে উদযাপিত হয়েছে তারুণ্যের উৎসব। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ উৎসবের সূচনা হয়।
উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পিঠা উৎসব বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
এই ধরনের আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে তাদের শেকড়ের সঙ্গে যুক্ত রাখে। পটিয়া সরকারি কলেজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথি ও শিক্ষকরা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন পিঠার স্বাদ গ্রহণ করেন। উৎসবে ছিল লালু বানু, কোকা চুম্বন, প্রেমে টইটুম্বুর, জামাই বশীকরণসহ বিভিন্ন নামের হরেক রকমের পিঠার সমাহার।