পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি »
চট্টগ্রামের পটিয়ার বাইপাস সড়ক থেকে ১৭ হাজার ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আলমগীরকে আটক করেছে র্যাপ-৭। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ৫২ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১২টার সময় পটিয়া থানার বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার উখিয়া উপজেলার খোন্দকার পাড়ার মৃত আলী হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব-৭ জানতে পারে, কিছু মাদক ব্যবসায়ী একটি ট্রাক যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। পরে র্যাব সদস্যরা এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন বাইপাস সড়কের পাশের হাম কনভেশন সেন্টারের বিপরীত পাশের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ড্রাইভার ট্রাকটি চেকপোস্টের সামনে থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়।
আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই