পটিয়া প্রতিনিধি »
পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তেকোটা চন্দ্র কলা ব্রীজের এলাকা হতে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক ও একটি এলজিসহ ৪টি রাউন্ড গুলি উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায় , আজ বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের তেকোটা চন্দ্রকলা ব্রীজের পশ্চিম পার্শ্বে রাস্তার উত্তর পাশে খালি জায়গা থেকে অস্ত্র ২টি উদ্ধার করা হয় ।
পটিয়া থানার সেকেন্ড অফিসার মোঃ খালেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক ও একটি এলজিসহ ৪টি রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা অস্ত্র গুলো ফেলে পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের চেষ্টায় অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
বাংলাধারা/এফএস/টিএম