পটিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ভাইয়ের দীঘির দক্ষিণ পাড়ে চৌধুরী বাড়ি রাস্তার মাথায় অবস্থিত নুরুদ্দিন শাহ (রা:) শরীফের বার্ষিক ওরশ উপলক্ষে চাঁদা তোলার সময় প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারালো ফয়সাল উদ্দীন জিসান (১০) নামের এক শিশু।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর ধরে খরনা ভাইয়ের দীঘির দক্ষিণ পাড়ে চৌধুরী বাড়ি রাস্তার মাথায় অবস্থিত এই মাজারের পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রতিবছর চট্টগ্রাম কক্সবাজার-মহাসড়কের পাশে পেন্ডেল করে ছোট বাচ্চাদের দিয়ে চলাচলরত গাড়ি থামিয়ে চাঁদা আদায় করা হয়।
প্রতিবছরের ন্যায় এই বছরও একইভাবে তারা চাঁদা তুলছিল মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে, সে সুবাদে এলাকার ছোট বাচ্চারা সেখানে ছুটে যায়। শিশু ফয়সাল উদ্দীন জিসান সবার মত সেখানে গিয়েছিল খুশিমনে তাদের সাথে টাকা তুলতে। ওরশের জন্য গাড়ি থেকে ছুড়ে মারা টাকা রাস্তা থেকে খুরিয়ে নিতে শিশু জিসান দোঁড়ে গেলে কক্সবাজারগামী একটি প্রাইবেট কার তাকে ধাক্কা দিলেই ঘটনাস্থলেই সে মারা যান। পরে শিশুটির লাশ পেলেই মাজার পরিচালনা কমিটির লোকজন সবাই পালিয়ে যায়।

এই বিষয়ে শিশু জিসানের বাবা ফারুক জানান, স্থানীয় শিশুদের টাকার প্রলোভন দেখিয়ে মাজারের ওরশের জন্য চাঁদা তুলতে দেন ওরশ পরিচালনা কমিটি। আমার ছেলেও অন্য ছেলেদের সাথে মিশে সেখানে যায়। এবং চাঁদার টাকা তুলতে গিয়ে আমার ছেলের প্রাণ যায়। সুষ্ট তদন্ত সাপেক্ষে এর সুষ্ট বিচার দাবি করছি আমি।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বাংলাধারা/এফএস/এআর