ksrm-ads

১৪ জুন ২০২৫

ksrm-ads

পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, আহত ৮

বাংলাধারা প্রতিবেদক »

পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের ৮ যাত্রী।

সোমবার (১১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বাইয়ার জলুয়ার দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রাশেদুল ইসলাম। তিনি বলেন, ‘বাইয়ার জলুয়ার দিঘীর মধ্যে খানে বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, আরেকটি খাদে পড়ে আছে।’

আরও পড়ুন