পটিয়া প্রতিনিধি »
পটিয়া কাশিয়াইশের ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মুহাম্মদ সোহেল (৩৬) হত্যা মামলার প্রধান আসামি মুহাম্মদ শরীফকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) সকালে আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের মনছুরের ছেলে।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাই হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের দায়ের করা মামলার এজাহারে শরীফকে ২ নাম্বার আসামী উল্লেখ করা হয়।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার শরীফকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় জড়িত সকল আসামী পুলিশের নজরে রয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর কাশিয়াইশ ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নিবার্চনের সময় থেকেই আবুল কাশেম ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপির নেতা মোহাম্মদ কায়েসের মধ্যে বিরোধ চলে আসছিল। দুই পক্ষের সমর্থকদের মধ্যে নিবার্চনের সময় একাধিক বার সংঘর্ষও হয়। সর্বশেষ গত শুক্রবর রাত ১০ টার দিকে উপজেলার বুধপুরা বাজারে সংঘঠিত ঘটনার জের ধরে প্রতিপক্ষরা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাইসহ ৪-৫ জনকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাত মুহাম্মদ সোহেলকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন শনিবার ইউপি চেয়ারম্যান আবুল কাসেম ৮ জনকে এজাহার নামীয় এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।