ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

পটিয়ায় ১ প্রতিষ্ঠানে ৭ ব্রান্ডের বিষাক্ত ‘মশার কয়েল’ তৈরি

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়া পৌরসদরের আমজুর হাটের জিএম কেমিক্যাল নামের একটি কারখানায় ৪ ভুয়া প্রতিষ্ঠানের ৭ ব্রান্ডের মশার কয়েল তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিএসটিআই বিভাগীয় অফিস ও পটিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইনামুল হাছান অভিযান পরিচালনা করেনে। ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন বিএসটিআই বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) মো. মোস্তাক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান ও মো. তারেক রহমান।

অভিযানে জিএম কেমিক্যালে উৎপাদিত আনুমানিক ১০০ কার্টন (৩০ হাজার পিস) মশার কয়েল ধ্বংস এবং প্রায় ৪০০ কার্টনসহ (১ লাখ ২০ হাজার পিস) কারখানা সিলগালা করা হয়।

এ বিষয়েবি এসটিআই বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) মো. মোস্তাক আহম্মেদ জানান, নিম্নমানের ও অবৈধ মশার কয়েল মানব স্বাস্থ্য বিশেষ করে গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি ও শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ