১৫ জুলাই ২০২৫

পটিয়া পৌরসভাকে অ্যাম্বুলেন্স প্রদান

পটিয়া প্রতিনিধি »

পটিয়া প্রথম শ্রেনীর পৌরসভাকে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার আওতায় একটি ফ্রী এ্যাম্বুলেন্স প্রদান করেছেন।

আজ শুক্রবার রেডিসন ব্লুুুু তে এ এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সামাদ লাবু। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পরিচালক আলহাজ্ব এম এ সালাম পরিচালক আলহাজ আহমেদুল হক পরিচালক আলহাজ লিয়াকত আলী চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগে সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম সমশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ড. তিমির বরণ চৌ:, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার আওতায় জন কল্যানমূলক যে পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করছে তা সত্যিই প্রশংসনীয়। তারা তাদের এ কার্যক্রমকে একটি অনুস্মরনীয় দৃষ্টান্ত হিসেবে অন্যান্য প্রতিষ্টানকে ও অনুস্মরন করার জন্য উদাত্ত আহবান জানান। পরে হুইপ সামশুল হক চৌধুরী ও ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু এবং সকল পরিচালক বৃন্দ পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদের হাতে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন