১৩ নভেম্বর ২০২৫

পতাকাকাণ্ডে চক্ষু বিশেষজ্ঞ বিমানবন্দরে ধরা, দুদিনের রিমান্ডে

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া মামলার আসামি ডা. কথক দাশ (৪০) বিমান বন্দরে গ্রেফতারের পর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সরকার হাসান শাহরিয়ার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেছেন।

ডা. কথক দাশ একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের মাইক্রো, লেজার ও ফ্যাকো সার্জন এবং বাংলাদেশ আই হসপিটালের কনসালটেন্ট।

গতকাল (বুধবার) রাতে ডা. কথক দাশকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতোয়ালী থানা পুলিশ উপস্থিত হলে তাকে হস্তান্তর করা হয়।

গত বছরের ৩০ নভেম্বর নগরের কোতোয়ালী থানায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি ডা. কথক দাশ। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদন করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ