চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে।
রবিবার (১৮ মে) দুপুরের দিকে পতেঙ্গার মাইজপাড়া আলীর দোকান এলাকায় মো. মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে বিমান বাহিনীর ফায়ার ইউনিটের সদস্যরা তাৎক্ষণিক কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে নেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম রওনা দিয়েছিল। কিন্তু বিমান বাহিনীর ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণ নেওয়ায় আর যেতে হয়নি।
এআরই/বাংলাধারা













