বাংলাধারা প্রতিবেদন »
পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদে বেঁড়ীবাধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাতদলের ৬ সদস্যকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ।
সোমবার ( ১৩ মে ) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার দিকে মুসলিমাবাদে বেঁড়ীবাধ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো আমির হোসেনের ছেলে মোঃ হোসেন প্রকাশ মাহমুদ ( ৩৪ ), মৃত সুবের আলীর ছেলে মোঃ নাসির উদ্দিন ( ৪৩ ), অলেক মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন ( ৩৭ ), মৃত আনু মিয়ার ছেলে আবুল হোসেন ( ২৮), ধলু মিয়ার ছেলে মনির হোসেন ( ৩৫ ) ও আবুল কাসেমের ছেলে মোঃ আনিস ( ২২ )।

মঙ্গলবার ( ১৪ মে) এ তথ্য জানান পতেঙ্গা থানার পরিদর্শক ( তদন্ত ) মোঃ হারুন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদ এলাকার বেঁড়ীবাধের উপর কয়েকজন ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে দেশীয় তৈরী একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ , ধামা, চুরি, তালা/সাটার কাটার যন্ত্র, স্ক্রু ড্রাইভার বিপুল পরিমান চোরাই মোবাইল সহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় ডাকাত সদস্যকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি