বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বাদামতলী ও টাইগার পাস মোড়ে ট্রাফিক পুলিশ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে পথেই ইফতার করলেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
সোমবার (২৭মে) নগরীর টাইগার পাস মোড়ে এই ইফতারের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাযারী, অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) নাজমুল হাসান ও অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) ওয়াহিদুল হক চৌধুরী প্রমুখ।
বাংলাধারা/এফএস/এমআর