ksrm-ads

১৯ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতির কাছে অব্যাহতি চেয়েছেন। তিনি রেজিস্ট্রার বরাবরও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপাচার্য রোববার রাতে পদত্যাগপত্রটি মেইলে পাঠিয়েছেন।

এর আগে ৯ আগস্ট থেকে শিক্ষার্থীরা উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের সময় শিক্ষার্থীরা উপাচার্যের বাংলো, কার্যালয় এবং প্রক্টর ও প্রভোস্টদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

প্রক্টরিয়াল বডি এবং হল প্রভোস্টের পদত্যাগের পর এবার উপাচার্যও পদত্যাগ করলেন। তবে দুই উপ-উপাচার্য এখনো পদত্যাগের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন