বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন আমিন জুট মিল্স উত্তর গেইট ২ নং গলি মৃধাপাড়াস্থ হক ফুড এজেন্সী নামক পরিত্যক্ত গোডাউন ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৩২০ পিস গার্মেন্টস তৈরীকৃত জ্যাকেটসহ ও ৬ জন আসামী গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
মঙ্গলবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২ টায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সাহাদাত হোসেন (২৮), মোঃ ওবায়দুল হক (৩৭), মোঃ সোহাগ হোসেন (৩২), মোঃ সিরাজ মিয়া (২৮), রুবেল হোসেন (২২) ও মোঃ সুমন (৩০)। সাহাদাত বরগুনা জেলার পাথরঘাটা থানার হামিদ মাস্টারের বাড়ির মোঃ শাহজাহানের ছেলে। ওবায়দুল বি-বাড়িয়া জেলার কসবা থানার বড়বাড়ির মৃত-শামছুদ্দীন আহমেদের ছেলে। সোহাগ মাদারীপুর জেলার চরমুগোরিয়া সদ্দার বাড়ির আব্দুর রহমান সর্দারের ছেলে। সিরাজ কক্সবাজার জেলার চকরিয়া থানার রমজান আলীর বাড়ির এজাহার মিয়ার ছেলে।
রুবেল ভোলা জেলার লালমোহন থানার কাউছার আহম্মদ এর বাড়ির মোঃ মোজাম্মেল হকের ছেলে এবং সুমন বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার চানপুর শাহজাহান ডাক্তারের বাড়ির শাহজাহান ডাক্তারের ছেলে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন আমিন জুট মিল্স উত্তর গেইট ২ নং গলি মৃধাপাড়াস্থ হক ফুড এজেন্সী নামক পরিত্যক্ত গোডাউন ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৩২০ পিস গার্মেন্টস তৈরীকৃত জ্যাকেটসহ ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম