বাংলাধারা প্রতিবেদন »
নগরীর চকবাজার থানাধীন ডিসি রোডের একটি বাড়ির পরিত্যক্ত পানির ট্যাংক থেকে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে ডিসি রোডের আবু কলোনীর পাশে একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাখাওয়াত হোসেন ফাহিম (২১) ডিসি রোডের আনোয়ার হোসেনের ছেলে।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, ডিসি রোডে
আবু কলোনীর পাশে একটি বাড়ির দ্বিতীয় তলায় পরিত্যক্ত পানির ট্যাংক থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, নিহত শাখাওয়াত হোসেন ফাহিম একটি সিঅ্যান্ডএফ এজেন্টে চাকরি করতেন। মৃতদেহের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পুলিশ খুনের ঘটনাটি তদন্ত করছে।
বাংলাধারা/এফএস/এমআর