বাংলাধারা বিনোদন »
মাত্র সাত দিনের পরিচয়েই বিয়ে সেরেছিলেন বর্তমান সময়ের দুই আলোচিত অভিনয় শিল্পী শরিফুল রাজ ও পরীমনি। পরীমনি ও শরিফুল রাজ একে অপরের প্রতি এতোটাই মুগ্ধ। এর প্রমাণ তাদের বিয়ে।
আর সেটাই অকপটে স্বীকার করলেন শরিফুল রাজ নিজেই। পরীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে আলোচিত এই অভিনেতা ফেসবুকে লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন একেবারে বদলে গেছে। যখন আমরা বিয়ে করি এবং আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করি, যেখানে আমাদের ভালোবাসা বেড়েছে ও মজবুত হয়ে উঠেছে। মুগ্ধ হয়ে তোমার প্রশংসা করি; তোমার উপস্থিতি ও ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদপুষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ।’
ছবিতে দেখা গেছে, একটি গাড়ির উপর বসে আছেন রাজ ও পরী। তার পরনে সাদা শার্ট-প্যান্ট ও বাদামি কটি। অন্যদিকে পরীর পরনে সাদা রঙের গাউন।