১৫ জুলাই ২০২৫

পরীর বাচ্চার মুখ দেখানো ভলো লেগেছে, নাম রাখাটা পছন্দ হয়নি তাসলিমার

বিনোদন প্রতিবেদক »

পরীমণি বাংলাদেশের অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে নায়িকার বিষয়টি ভালো লাগলো তাসলিমা নাসরিনের। কিন্তু পরীমণির স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি এই লেখিকার।

বৃহস্পতিবার (১১ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন তাসলিমা নাসরিন।

লেখিকা লিখেন, ‘সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে বসে থাকবে না, তখন, হয়তো সেটা কয়েক বছর পর, দেখাবে।’

‘পরীমণি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে।’

তাসলিমা নাসরিন লিখেন, ‘তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তাঁর নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন।’

এর আগে আজ বৃহস্পতিবার সকালে ভক্তদের জন্য নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ছেলের ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে বুকে নিয়ে পরম যত্নে আগলে রেখেছেন পরী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য। তবে সন্তানের পুরো নাম জানালেন ছবি প্রকাশ করে।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমণি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার স্বামী অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

আরও পড়ুন