ksrm-ads

১৫ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

কক্সবাজার পৌরসভা

পর্যটন জোনে ড্রেন-ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারে গত এক সপ্তাহের বেশি সময় টানা বৃষ্টিপাত হয়েছে। এসময় পৌরসভার নিম্নাঞ্চল জলাবদ্ধতায় ডুবে ছিল। টানা বৃষ্টিতে হোটেল-মোটেল জোনের প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়। এতে পর্যটকসহ স্থানীয়রা দুর্ভোগে পড়েন। এখন বৃষ্টি বন্ধ থাকায় বর্ষার সামনের দিনের জলাবদ্ধতার ভোগান্তি নিরসনে মাঠে নেমেছেন পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।

বুধবার (১০ জুলাই) সকালে হোটেল-মোটেল জোনের ‘বি’ ব্লকের গণপূর্ত উদ্যোনের পাশের গলিতে উচ্ছেদ অভিযান করা হয়। এসময় ড্রেন ও ফুটপাতের উপর নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। পাশাপাশি দখলকারদের অবৈধ স্থাপনা সরাতে কঠোর হুঁশিয়ারীও দেয়া হয়েছে।

উচ্ছেদ অভিযান শেষে মেয়র মাবু সাংবাদিকদের বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র শহর কক্সবাজারে সারা বছর লাখো পর্যটক আসেন। ভ্রমণপিয়াসীদের কাছে কক্সবাজারকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে উপস্থাপনে, পর্যটন নগরীকে সাজাতে জাইকা, ব্র্যাক, ব্যবসায়ী ও নেতৃস্থানীয়দের সমন্বয়ে আমরা কাজ করছি। এ ধারায় শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও ফুটপাতের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে।

মেয়র আরো বলেন, আমরা অবৈধ স্থাপনা নির্মাণকারীদের অনুরোধ করছি, নালার উপর থেকে তাদের স্থাপনা সরিয়ে নেয়ার। অনুরোধে কাজ না হলে কঠোরতায় যাওয়ার পদক্ষেপ নেয়া আছে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।

অভিযানকালে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর এম.এ মনজুর, ১নং ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল, হোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ ও ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্লিজ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ফারিয়া আলম রিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন