ksrm-ads

২ নভেম্বর ২০২৪

ksrm-ads

পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

নগরের পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গত সোমবার (৩ জুন) বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে কর্মসূচিতে ছিলো পবিত্র কোরান তেলোয়াত, গীতা পাঠ, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তৈয়ব মোহাম্মদ মঈনউদ্দিন।

বিদ্যালয়ের শিক্ষিকা চুমকি দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. আল আমিন, অভিভাবক সদস্য মো. আবদুল মান্নান, মো. আবুল হাসেম, মো. ইলিয়াস হাওলাদার, সংরক্ষিত অভিভাবক সদস্য কহিনুর বেগম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মীর মোহাম্মদ আবদুল মোন্এম, সিনিয়র শিক্ষক মেজবাহুল হক, সৈয়দ মোহাম্মদ খালেদ, সীমা ভট্টাচার্য্য, এস এম বোরহান উদ্দিন, রফরফে নূর সিদ্দিকা, সুমাইয়া আক্তার জাহান, শিপ্রা চৌধুরী মোহাম্মদ যাহিদুল ইসলাম, মো.শাহিদ প্রমুখ।

সভা শেষে বিভিন্ন শ্রেণির বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এতে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন