ksrm-ads

৯ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

ইউক্রেন যুদ্ধে সরাসরি সংশ্লিষ্টতা

পশ্চিমাদের হুঁশিয়ারি দিলেন পুতিন

ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে পশ্চিমা দেশগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার ঝুঁকি নিচ্ছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে পশ্চিমাদের এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের বরাত দিয়ে রুশ গণমাধ্যম জানিয়েছে, এমন পরিস্থিতিতে রাশিয়ার জন্য তৈরি হওয়া নতুন হুমকির ওপর ভিত্তি করে দেশটি ‘যথাযথ সিদ্ধান্ত’ নিতে বাধ্য হবে।

পশ্চিমা গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেন তার পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ অন্য ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করার অনুরোধ জানিয়ে আসছে।

পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘প্রকৃতপক্ষে, শুধু ন্যাটোভুক্ত দেশগুলোর সেনারাই এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোয় ফ্লাইট অ্যাসাইনমেন্ট করতে পারে। ইউক্রেনের সেনারা তা করতে পারে না। তাই ইউক্রেনের সরকারকে এসব অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেওয়া বা না দেওয়ার প্রশ্নই আসে না। ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি সামরিক সংঘাতে জড়াচ্ছে কি না এটা সে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘যদি এ সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোর-যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর-সরাসরি অংশগ্রহণ করা ছাড়া এর অর্থ আর কিছুই দাঁড়াবে না।’

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বেশ কয়েকবার অস্ত্র অনুদান দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সে অস্ত্র ব্যবহারের ওপর ইউক্রেনকে যে বিধিনিষেধ দেওয়া হয়েছিল তা শিথিল করার পরিকল্পনা চূড়ান্ত করেছে হোয়াইট হাউস। পলিটিকের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ