ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

পাঁচলাইশের জাতিসংঘ পার্কে মিলল নবজাতক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার জাতিসংঘ পার্ক থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে।

রোববার (২৪ জুলাই) রাতে শিশুটিকে উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, শিশুটি উদ্ধারের পর চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে।

চমেক হাসপাতালে ভর্তি থাকা বিভিন্ন অজ্ঞাত পরিচয়ের রোগী নিয়ে কাজ করা মো. নেছার বলেন, শিশুটির বয়স আনুমানিক ১-২ দিনের মতো হবে। শিশুটির চোখের পাশে একটু সমস্যা রয়েছে। বর্তমানে শিশুটিকে এনএসইউতে রাখা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ