বাংলাধারা প্রতিবেদক »
নগরের পাঁচলাইশে জামায়াত ইসলামী বাংলাদেশের বের করা মিছিল থেকে ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেফতার কারও নাম পরিচয় জানায়নি প্রশাসন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর এলাকায় ১০ দফা দাবিতে বের করা মিছিল থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, শুলকবহর মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া মিছিলটিতে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন বলেন,রশুলকবহর এলাকা থেকে মিছিলটি বের করে জামায়াত ইসলামী। সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৮জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মিছিলে অংশ নেওয়া জামাত নেতাদের বিরুদ্ধেসহ গ্রেফতার ৮জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।