বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাঁচলাইশ মডেল থানার বিশেষ অভিযানে চোরাইকৃত মালামালসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ল্যাপটপ, একটি মনিটর, একটি সিপিইউ, একটি পুরাতন এমপ্লিফায়ার, মোবাইল ফোন ও দুটি বড় সাউন্ড বক্স উদ্ধার করা হয়।
এসময় অনু হাসান (২১) ও আব্দুল গফুর (৪৩) নামে দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এআই