ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

পাকিস্তানে বিস্ফোরণে তালেবান প্রধানের ভাইসহ নিহত ৪

বাংলাধারা ডেস্ক »

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেলুচিস্তানের একটি মসজিদে বিস্ফোরণে যে চারজন নিহত হয়েছেন তাদের মধ্যে তালেবান নেতার ভাইও রয়েছেন বলে জঙ্গিদের সূত্র এবং পাকিস্তানের একজন কর্মকর্তা জানান।

বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের সিনিয়র এক কর্মকর্তা তালেবান প্রধান হায়বাতুল্লাহ আকুনজাদার ভাই আহমাদুল্লাহ আকুনজাদা এ বিস্ফোরণে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “তিনি হায়বাতুল্লাহর ভাই এটা নিশ্চিত।” আফগানিস্তানে জঙ্গি তৎপরতা বন্ধে ওয়াশিংটন ও বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তির বিষয়টি চূড়ান্ত হওয়ার মুহূর্তে বিস্ফোরণের ঘটনাটি ঘটলো।

তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে তালেবান যোদ্ধাদের মধ্যে হোয়াটস অ্যাপের মাধ্যমে খবরটি প্রচার করা হয়েছে এ বিষয়টি এএফপির এক সাংবাদিক নিশ্চিত করেছেন। প্রাদেশিক পুলিশ প্রধান মহসিন হাসান ভাট জানান, শুক্রবার কুচলাক শহরের একটি মসজিদে দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সিনিয়র পুলিশ কর্মকর্তা আবদুল রাজ্জাক চিমা বলেন, “নিহতের সংখ্যা চার। এছাড়া ২৩ জন আহত হয়েছেন।”

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন