বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাচঁলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
সোমবার (১৯ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম হুমায়ুন কবির আনো (৪০)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা পাঁলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় অভিযান চালায়। এসময় ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী হুমায়ুন কবির আনোকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাচঁলাইশ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি