বাংলাধারা প্রতিবেদক »
নগরীর পাথরঘাটা থেকে ৯ম শ্রেণীর ছাত্রীকে অপহরণের ঘটনায় ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৭। এসময় অপহরণকৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
শনিবার (৮ অক্টোবর) রাঙ্গুনিয়া উপজেলার পুমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- রাঙ্গুনিয়া থানার উত্তর পুমরা এলাকার আনোয়ার মিয়া তালুকদারের ছেলে এরফান হোসেন তালুকদার (২১), চকবাজার থানার পশ্চিম বাকলিয়া এলাকার মৃত আবু আহম্মেদের ছেলে তারেক সুলতান (৫৩) এবং উত্তর রাঙ্গুনিয়া থানার উত্তর ফোয়রা এলাকার মৃত বদরুস মেহের তালুকদারের ছেলে মো. ওসমান গনি (৪০)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গত ২৫ আগস্ট ভিকটিম পরীক্ষা দিতে গিয়ে আর বাসায় ফিরে নি। এতে ভিকটিমের মা ও তার পরিবারের লোকজন আশ-পাশে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানায় নিখোজ সংক্রান্তে একটি জিডি করেন।
তিনি আরো বলেন, খোঁজাখুঁজির একপর্যায়ে ভিকটিমের মা জানতে পারেন আসামি এরফান হোসেন তালুকদার (২১) এবং তার ২-৩ জন সহযোগী ভিকটিমকে একা পেয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের মা আসামী এরফান হোসেন তালুকদার এবং অজ্ঞাতনামা আরও ২-৩জনকে আসামি করে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী মামলা দায়ের করেন এবং বিষয়টি র্যাব-৭ কে অবহিত করেন।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারী মাধ্যমে ভিকটিমকে উদ্ধার করে অপহরণকারীদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ভিকটিমকে তার স্কুলের সামনে থেকে অপহরণ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল।
জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আত্মগোপন করার পর গত ৮ অক্টোবর তারা ভিকটিমকে অন্য কোন অজ্ঞাত স্থানে রওয়ানা করার পরিকল্পনা করছিল।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এসআরটি