ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

ঝোপের ভেতর অজ্ঞাত নারীর পোড়া লাশ, পাশেই সাজানো ওড়না জুতা ব্যাগ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে জঙ্গলে পোড়ানো অজ্ঞাত (১৯) অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ছড়ারকুল বালুরটাল এলাকার রেললাইন থেকে কিছুটা দূরে জঙ্গলে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গলে পোড়ানো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা সরকারি জরুরি সেবা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। তবে পরিচয় পাওয়া যায়নি। নারীকে এমনভাবে পুড়েছে তার চেহেরাটাও বুঝা সম্ভব নয়।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আলামত দেখে বোঝা যাচ্ছে, এটি একটি নারীর মরদেহ। পাশে ওড়না ও জুতা পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জীবন্ত অবস্থায় হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে ওই নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন