চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী কলেজ ছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুর পৌনে ১টার দিকে নগরীর পাহাড়তলী থানার হাক্কানি পেট্রোল পাম্পের অদূরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মেহেদী হাসান আরিফ (২৮) ও শারমিন আক্তার (২২)। তাদের বাসা নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির এম-ব্লকে।
জানা যায়, মেহেদী হাসান আরিফ স্কুটি বাইক চালাচ্ছিলেন। শারমিন পেছনে বসা ছিলেন। হাক্কানি পেট্রোল পাম্প ফেলে ছোট ব্রিজের ওপর তাদের বাইক ওঠার পর পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। দুজনই বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। কয়েকজন মিলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।